তুমি নিষ্ঠুর , তুমি পাষাণ তাই তো বোঝোনি কথা
প্রকৃতি মাতার কোমল হৃদয় বুঝেছে মেয়ের ব্যথা ,
ঝরে ঝরোঝরো বৃষ্টি হয়ে বেদনার অশ্রু যত
গণ্ড বেয়ে বক্ষ ভাসে সামলাবো আর কত ।


তুমি নির্মম , তুমি নির্দয় নিজের মতে নিঃশ্চল
মন নিয়ে তুমি খেলো বলে কি এতটাই অবিচল !
তুমি ঋতুরাজ তুমি বসন্ত হিয়ায় ঢেলেছো সুধা
তুমি অনন্ত চির যৌবন তুমিই রাঙাও বসুধা ॥