মহা আক্রোশে অগ্নিশর্মা উম্পুন মহারাজ
চেঁচিয়ে বলেন সান্ত্রীদের যুদ্ধের সাজে সাজ ,
গাছগুলোকে নাড়িয়ে দে চেপে তাদের ঝুটি
পাতাগুলো পড়ুক ঝরে , তলায়...খাক লুটোপুটি ।


উড়িয়ে দে টিন টালি আর খড়ের চালা যত
মাটির বাড়িও ভেঙে দে ফিরুক আগের মত ,
পারিস যদি ফেলে দিবি ইঁটের পাকা বাড়ি
চলতো দেখি প্রযুক্তিবিদদের মজা দেখিয়ে ছাড়ি ।


উথালপাথাল ঢেউয়ের রাশি ডাঙায় তোল্ মাছ
শিকড় সমেত উপড়ে দিবি আমার পথের গাছ ,
গাছপালা সব দুমড়ে মুচড়ে লণ্ডভণ্ড কর
বাঁচার রাস্তা না রেখে সবার ঘেঁটি চেপে ধর ।


শনশনশন আওয়াজ কর একশো অধিক বেগে
মাথায় আমার জ্বলছে আগুন ভীষণ আছি রেগে ,
আমার শাসন মারাত্মক ঢেঁড়ি পিটিয়ে বল
মহাতাণ্ডব করেই ছাড়বো ভাবিস না সব ছল ।


নেতামন্ত্রীর মোহিনী কথা টিকবে নাতো ঢোপে
বোকারা কেবল ফেঁসে মরে সুগন্ধীচার ও টোপে ,
চল...দেখাবি আমার নেত্য , শ্মশান করে ছাড়
দুপেয়েইদের বড্ড দেমাক খুব বেড়েছে বাড় ।


ব্যাঙগুলোকে হেঁকে বল...খুব জোরসে ডাক
ঝিঁঝিপোকারা ডাকছে বেশ চেঁচিয়ে মাথা খাক ,
নিঃঝুম কর চতুর্দিক ঝড়ের রাজ চলুক
ঘরে ঘরে সবাই এখন আমার কথাই বলুক ॥


(উম্পুন/আমপান/আমফানের প্রলয়কাণ্ড দেখে ২০|৫|২০২০ তারিখ বুধবারে যা মনে হয়েছে তাই কাব্যে প্রকাশ করা)