ভালোবাসি ভালোবাসি
===============
ভালোবাসি.....কচিকাচা শিশু কুসুমস্বরূপ ,
ভালোবাসি ....বাহারী ফুলের রঙ-বেরঙা রূপ ।
ভালোবাসি ....ছোটোভাই তোকে ,
ভালোবাসি ....বোনটি তোদেরকে ।
ভালোবাসি ....সব ছেলে মেয়েদেরও ,
ভালোবাসি ....জন্মদাতা জন্মদাত্রীকেও ।
ভালোবাসি ....তোকে---ও বন্ধু তোকেও---
ভালোবাসি ....প্রাণখোলা হাসি রাশিকে...
ভালোবাসি ....প্রাণপ্রিয় দস্যিদামাল পোষ্যেকে ,
ভালোবাসি ....আকাশের মেঘ পেঁজাতুলো...
ভালোবাসি ....মেঘলা দিনের জলদে মনভুলো ।
ভালোবাসি ....দিগন্তে চোখ মেলতে...
ভালোবাসি....প্রতিকুলতায় লড়তে ,
ভালোবাসি ....আমার ভাবুক মন....
ভালোবাসি ....অতি নিভৃত আলাপন ।
ভালোবাসি ....পাখির কূজন ,
ভালোবাসি ....ভ্রমর অলির গুঞ্জন ।
ভালোবাসি ....হরেক বাহারী হস্তকারু ,
ভালোবাসি ....রৌদ্রদগ্ধ দিনে ছায়াতরু ।
ভালোবাসি ....বর্ষাদিনে ঘরে থাকতে ,
ভালোবাসি ....শীতের রোদ মাখতে ।
ভালোবাসি ....পূর্ণিমার আলোক জোছন ,
ভালোবাসি ....জ্যোৎস্না গায়ে মাখা চর্চিত চন্দন।
ভালোবাসি ....তমসা আঁধার মনকষ্টে ,
ভালোবাসি ....প্রিয়বালিশ অতিদুঃখে ।
ভালোবাসি ....নীলাকাশে চোখ মেলতে ,
ভালোবাসি ....বাহারি রঙ দিগন্তে ।
ভালোবাসি ....চলতে সবুজ ঘাসের মাঠে ,
ভালোবাসি ....সেথা শিশির সিক্ত হ'তে ।
ভালোবাসি ....দিল দরিয়ার মাঝি মল্লার ,
ভালোবাসি ....ভাটিয়ালী গান তার ।
ভালোবাসি ....নদ- নদী আদিগন্ত মোহনা ,
ভালোবাসি ....জলে রঙীন মাছের আনাগোনা ।
ভালোবাসি ....সাগরের তটে বসতে ,
ভালোবাসি ....ঊর্মিমালার ছন্দ দেখতে ।
ভালোবাসি ....পাহাড়ের পর পাহাড় সারি ,
ভালোবাসি ....পাইনের সবুজ বনানী বাহারি ।
ভালোবাসি ....চঞ্চলা উচ্ছলা ঝর্ণা ,
ভালোবাসি ....দিতে উচ্ছল ঝর্ণার বর্নণা ।
ভালোবাসি ....আরশীস্বচ্ছ ঝিল চোখ মেলি,
ভালোবাসি ....মরালের জলকেলি ।
ভালোবাসি ....ভোরের কুমারী ঊষা ,
ভালোবাসি ....অস্তরাগের রঙের তামাশা ।
ভালোবাসি ....আবেগী ভালোবাসার চিঠি ,
ভালোবাসি ....প্রেমিকের গভীর নীরবতাটি ।
ভালোবাসি ....প্রেমের আবেশী আলিঙ্গন ,
ভালোবাসি ....মন দেওয়া নেওয়ার খেলা ভাব উচাটন ।
ভালোবাসি ....সসাগরা পৃথ্বীর বুকে জলছবি ,
ভালোবাসি ....প্রকৃতির আনাগোনা লেখা কবি ।
ভালোবাসি ....সবটাই একান্তই নিজস্বতা ,
ভালোবাসি ....ভালোবাসা আর ভালোবাসা ।।