এখন ওরা ভোরের বেলা সবুজ ঘাসের মাঠে
হো-হো ক’রে হাসে- হো-হো হি-হি ক’রে,
অসংখ্য কাল ভোর এসেছে- আজকে তবু ভোরে
সময় যেন ঘোড়ার মত নিজের খুরের নাল
হারিয়ে ফেলে চমকে গিয়ে অনন্ত সকাল
হয়ে এখন বিভোর হয়ে আছে;
মাঠের শেষে ঐ ছেলেটি রোদে
শুয়ে আছে ঐ মেয়েটির কাছে।


অনেক রাজার শাসন ভেঙে গেছে;
অনেক নদীর বদলে গেছে গতি;
আবহমান কালের থেকে পুরুষ-এয়োতি
এই পৃথিবীর তুলোর দণ্ডে সোনা
সবার চেয়ে দামী ভেবে সুখের সাধনা
নষ্ট ক’রে গিয়েছে তবু লোভে;
ওরা দু’জন ভালোবাসে অনন্ত ভোর ভ’রে
এ ছাড়া 'আজ সকল সূর্য ডোবে।