ঝড়ে নির্জিত কথার মালা
জট পাকায় কাঁচা মেঘের ঝাপ্সা জানালায়,
কতো আবরণহীন  ভাষা সেচ্ছায় দাঁড়িয়ে থাকে -
নির্লজ্জ গলার কাছে, সে-
জানাতে চায় অসম্ভব চিৎকারে
জীবিত আছে এখনো স্বপ্নের দল,
এখনো সে রাত জাগে - চোখের পাতায়
অনিশ্চয়তার আঁকাবুকি  নিয়ে ।
এখনো খালি পায়ের মিছিল হয়
নানা রংয়ের লুকোচুরিতে,
শুকায় নি, সিগারেটে আটকে থাকা
কালো ফুসফুসের ডাহা রক্ত।


শুনবে না কেউ, শুনবে? তুমি যে আপতিক !
ঝড়ের পর ঘুমিয়েছে সব্বাই মাথা রেখে শেষ যন্ত্রনায়।
বুকের পাঁজর জড়িয়ে ধরে যেটুকু -
বাঁচার বেঁচে নাও...
রাতকানা সন্ধ্যার মাঝি কোথায়
পথ একটু বলে যাও!