হারাচ্ছে সব লগ্নজাত ঘুমের স্পর্শ
তোমারই অবুঝ শ্রাবণের মুক্তধারায়,
ঝড়ের কাছে সেদিন আপন ছিল নৈশব্দিক-
রাজ্যে দোল খাওয়া জানালার মৃত পর্দারা,
নেহাত বিকেল এসে ঠোঁটের কাছে
জীবনকে বাজি ধরে,,,


কেনো আমার ইচ্ছেগুলো দুরন্ত ছেলের পায়ে
ধুলো হয়ে আটকায় না!
সব্বাইকে কী বিস্ফোরক হতেই হবে!
না জানি কতো বৃষ্টির ফোটা কোলাহলের মাঝে হারিয়ে যায় ,
তাই বলে কি ঝর্না হিংসুটে হয়!


একবার  ফুরসতহীন বুকের কাছে-
নীল বোতামে আকাশ ছোঁয়াতে...
খোলা চুলে শাওনঝড়ের মেহেফিলে
ঝরে পড়া বিষন্ন পাতাগুলো কুড়িয়ে রাখতে...
মানুষ না ফিরলেও নির্বোধ পথ তার  ঠিকই
অপেক্ষায় থাকে।


বড্ড ইচ্ছে হয়...জানো।।
নাজেহাল করে তুলি ওই সবুজ ডাঙ্গার পাখিগুলোকে
উড়ে চলি সমুদ্রের বুক  চিরে
যেখানে তোমার ব্যথা লাগে খুব ,
জেনে নিই সকল কাটাকুটির মানচিত্রকে।
হায়, এ যে নিষ্ফলা সমুদ্র।।