সকল ইচ্ছের বাহাদুরিকে
একটুখানি প্রশ্রয় দিয়েছিলাম
তোমার হাতে...
তুমি চাওনি,  সূর্যের আলোর
কোলাহলে ডানা মেলে উড়ে
চলুক দিনের ক্ষত।
ভিন্ন স্বাদের হাজারো খাঁচার
গল্পে ঝাঁপ দিয়েছি আমি
বারবার।
স্বপ্ন হাড়িয়ে শূন্য মেঘের নীল আকাশে
ঘর খুঁজে আমার মহাকাশের ক্লান্ত তারা ।
অপেক্ষায় আছে যত ভেজা
পায়ের লাজুক ছাপ, তুমি
ফিরবে। শহর জুড়ে
শাওন বৃষ্টি ভেজাক  সকল
ছিন্ন পথের ছিন্ন সম্পর্ককে।