তোমার পায়ে এতো আদুরে ফোস্কা কেন? -
সে এক বিবাদী কারণ,
চুপি-চুপি বলছি শোনো-
আমি এক ফেরিওয়ালা।


স্বপ্ন গড়ি স্বপ্ন বেঁচি ,
স্বপ্ন নিয়ে ব্যবসা করি।।


বেমানান জীবন বুকে জড়াই ,
ছেলের স্নিগ্ধোকাশির প্রেম একচিলতে উড়াই।


চাইলে ভাদ্রে দিতে পাড়ি শিশির কণা ,
রং চকচকে বিশ্বাসের দু ডানা।


ছায়াপথ জুড়ে বিদীর্ণ সব আলোছায়া ,
আকাশ জুড়ে মেঘ পুড়িয়ে তোমায় ছোয়া;
আমি যে এক সচ্ছ ফেরিওয়ালা।


মিশেলি আর্তনাদ চায়
রাতের বুক চিরে অধিকার কিনে আনি,
জীর্ণতায় শান্ত-ধর্ম, অলীক সব প্রজন্ম
কুয়াশায় মোড়া রবি-নজরুল
কেনা-বেঁচার রাজ্যে তুমি-আমি আর কেবলই হাতছানি।
আমি যে এক বিবাদী ফেরিওয়ালা।