সইতে পারবে! তোমার তৈরি পথ
রক্তে মাখা পায়ের ওজন,
যে নকশা গড়ল প্রসবিনী
কিংবা মৃত রেলস্টেশন।


সময় দাঁড়িয়ে থাকুক
তীর ভাঙ্গা সমুদ্রে
গুনে নিক তরঙ্গ
এক দুই তিন করে
সুতীব্র চিৎকারে।


দৃষ্টিতে নতুন আলো ফুটবে
আবার নটরাজের মত
সকাল
কিন্তু রবি ! তুমি পুরাতন আলোই রাখবে।
যা থাকবে পলিটিক্সের আড়ালে।