একরাশ কালো ধোঁয়া
রাতভর জেগে থাকা স্বপ্নগুলো  বইয়ের
পাতার শেষ প্রান্তে।
রাত্রির খসে পরা তারাগুলো বালিশের
কাছে হামাগুড়ি দিচ্ছে।
ঘুম নেই!


চাঁদ বিষন্নতার চাদর মুড়ি দিয়ে
বসেছে কোন তরুণীর গল্প নিয়ে।
তোর রাতের শহরের
হাজারো বাতির রোশনাইয়ে কিনেছে
মন রোশনাইয়ের।


সিগারেটের ধোঁয়া, গাড়ির পিশে
যাওয়া রাস্তায়,
ভালোবাসা আবর্জনার স্তুপ।
জীবন ভুলিয়ে দেওয়া জীবিকায়
রাত্রির সাক্ষি হয়ে থাকল
বালিশগুলো ।।