তুমি কি জানো
তুমি অন্যের কবিতা হও
কিংবা  নোনা জলের ঢেউ
হতেও পারো কোন দীর্ঘ নির্মাতার
সৌন্দর্য বিস্ফোরণের কেউ ।


অনুভবের গন্ধ শুকিয়ে নামছে
দেয়াল ,শ্যাওলা নিবীড় রাস্তাতে
সময়ের দোয়াত শেষ হলেও
নতুন কালি, নতুন পাতা
সম্পর্ককে দেবনা  পস্তাতে ।


তুমি কি জানো
সব পুকুরের ধারে রক্ত জবার গাছ হয় না!
কিছু মিনারের আলো ওপারেও যায়
তাই ওপারের চাঁদও হয় মিনসে
কালো  গন্ধে ভরা , সব ঠকানো।


যদি প্রেমের নাম হয় তোমার নামে
দূরত্বের নৌকো, ভাসাও যদি বৃষ্টির ফোটায়।
স্রোতের বিপরীত ধ্বনি আর
রাতের ঘুম কাড়া কবিতাগুলি
আজও তোমায় ভালোবাসায়।।