এ মধুর লগনে লগনে
জামাল উদ্দিন জীবন


এ মধুর লগনে লগনে
আপন হয়েছে দুজনে ২য়
বৃষ্টির রুম ঝুম রুম ঝুম ছন্দে
মন প্রাণ নাচে নব আনন্দে ২য়


হাতে হাত রেখে সাথী দিয়েছে কথা
অভিমানে লুকিয়েছে হৃদয়ে ব্যথা  ২য়
আনমনে বারে বারে অভিসারে
হাজার লোকের ভীরে খুঁজে আমারে  ২য়


অভিযোগ করে আছ দূরে সরে
অভিমান খেলা করে মনের ঘরে  ২য়
আঁখি জল ঝরে পরে বুকের উপরে
সব ভুলে বাসা বাঁধি সুখের নীড়ে   ২য়
রচনাকাল : ২৪/১০/২০২২