অবুঝ মন করে জ্বালাতন তোমাকে কাছে পেতে
- জামাল উদ্দিন জীবন


অবুঝ মন করে জ্বালাতন তোমাকে কাছে পেতে
সারাটি জীবন পাশে থাকো প্রিয় হাত রেখে হাতে
আসায় আছি চন্দ্র তারা সাক্ষি অহর দিবা নিশিতে
সুখের সাগরে হারাব তোমাকে নিয়ে এক সাথে।


প্রাণ সাথী রে জগতে তুমি আমার ভালোবাসা
ভুবন মাঝে আমিতো অন্য কারো নয় নয়তো


আসার প্রদীপ শিখা দিবা নিশি জ্বলাতে হয়
হিয়ার মাঝে ভুরু কাঁপন হারাবার নেই ভয়
এসেছি সাথী হতেই ওগো সুন্দর জগত ময়
পাছে লোকে সর্বদা জগতে কিছু কথা কয়।


তুমি সাথী সেই জন আঁখি যুগল আমরণ
বদন পানে অপলক চেয়ে থাকে সারাক্ষণ
ওগো তবু মনে হয় এই প্রেম কিছুই নয়
বাহু বন্ধনে হৃদয় সিংহাসন থাক জনম জনম।


রচনা কাল : ২৪.০১.২০২২
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।