এই মনের গহীনে রেখেছি যারে
জামাল উদ্দিন জীবন


এই মনের গহীনে রেখেছি যারে
হৃদয়ের বন্দরে সে নোঙর করে
সুরে সুরে ডাকি আরো কাছে এসো
পাশা পাশি থেকে শুধু ভালোবাসো।


অবুঝ এই হৃদয় তোমার কথাই কয়
চলো না যাই হারিয়ে সুখের নীলিমায়
দিগন্তের শেষে প্রান্তরে সুখ খেলা করে
সাজিয়ে রাখবো মনের রাণী সুখ বাসরে।


ভেঙ্গেছি শাসন বারণ সবি ছিলো অকারণ
আমাকে সাজিয়ে রাখো করে মনের মতন
ফিরে যাব না ঘরে আজকে তোমাকে ছেড়ে
জন্মজন্মান্তরে সাথী দুজন ভুবনের উপরে।
রচনা কাল : ২৩।০১।২০২২