আজকে মরলে কালকে দুই দিন
জামাল উদ্দিন জীবন


আজকে মরলে কালকে দুই দিন
মানুষ ভাবছো নাকি এক বার তুমি ২য়
কত যতন করে বানাইছো এই বাড়ি
বল দেখি কোন ঘরটা হবে তোমার ২য়


চলার পথে ছিল সাথী কত আপন জন
আজ সবাই অনেক ব্যস্ত করে আয়োজন ২য়
জনমের তরে দিবে বিদায় মনের মতন
মিছে মায়ার এই সংসার অশ্রুতে ক্রন্দন ২য়


বরই পাতা গরম জলে করাইয়া গোসল
সাদা মার্কিন পড়াবে খুলিয়া রঙ্গিন বসন ২য়
সাথী কেউ হবে নাগো একলা থাকবে মন
ছেড়ে যাবে সাধের বালা খানা রঙ্গিন ভুবন ২য়


টাকা পয়সা স্ত্রী পুত্র থাকবে পরে জমিদারি
মোহ মায়ায় অন্ধ ছিলাম বলি সবি আমারি ২য়
আমার বলতে নাইতে কিছু সবি হইল পর
জীবন বলে মরার পরে কেউ লইব না খবর ২য়  


রচনাকাল :১৬/১১/২০২২