আজো বৃষ্টি এলে
জামাল উদ্দিন জীবন


আজো বৃষ্টি এলে ভাসে মোর বুক
তাতেই কি তোমার হয় জগতের সুখ?
দু,নয়নের নোনা জ্বলে সিক্ত হয়ে থাকি
তুমি কি?আঁখি মেলে দেখো না একি।
ঝড়ো হাওয়ায় উড়ে এলো মেলো চুল
মৃদু ছন্দে কাছে পেতে মনটা ব্যাকুল
খোঁপায় গুঁজে দিয়ে হলুদ গাদার ফুল
বলতে আর করো না মোরে আকুল।
বাদলের ঝরা পানি মেখে শরীরে
হারিয়ে যাব দুজন আজ বহুদূরে
হাতে হাত রেখে বৃষ্টির পরশ মেখে
চল যাই হারিয়ে প্রেমেরি আবেশে।
কালো কেশ মোর গায়ে ছোঁয়া দিয়ে যায়
আজ মনে প্রেম দোলা দেয় কী করি উপায়?
পুষ্পরাজি ফুটেছে চারি ধারে কত না যতণে  
সুঘ্রানে মাতোয়ারা ভোমরা অলিকুল গুঞ্জনে।
বাদলের ধারায় অবিরাম ঝরে বারি আঁখি হতে
জানে না কেউ কি ব্যাথা বয়ে যায় মোর বুকে
পত্র বনে দুজনে করেছি কত কুজন পাখির সনে
বনটা আজ একা পড়ে আছে তুমি নাই মোর সনে ।
বিজনে ডাকে পাপিয়া বিরহে কেঁদে মরে মোর হিয়া
বড় যন্ত্রণাময় অন্য কেহ দেখার নয় জগতে আমায়
সারা নিশি ভরে ভিজেছি আমি দু,নয়নের জলে একা
সাথী কথা দিয়েছিলে কই ভুলে এসে দিলে না দেখা।