এক দিন যাব চলে
জামাল উদ্দিন জীবন


এক দিন যাব চলে পৃথিবীর কাছ থেকে দুরে
ফিরবো না কখনও চেনা নামে চেনা সুরে
ডেকো না পিছু ফিরে ভুল করে বারে বারে
খুঁজে পাবে না আমায় হাজার লোকের ভিড়ে


আমাকে মনে করে কভু দুচোখে শ্রাবণ জুড়ে
বন্ধু মুছে নিয়ো সব স্মৃতি সময়ের ওগো চরে
স্মরণ শিখায় আছি তোমার অন্তরে বাহু ডুরে
অনাবিল সুখ খেলা করে দুজনার মনের ঘরে


সুখের পরশ খেলা করে দিবা নিশি অভিসারে
স্বপ্ন বাসার সাজাও যত্নে তোমার হৃদয়ে জুড়ে
সাথী ভুলতে চেয়ে কেন বারে বারে মনে পরে
সুখের নীড় গড়বো মোরা ভুবন ছেড়ে ওপারে


দেখবে না কেউ আমরা গড়েছি প্রেমের মিতালী
এসো দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা সব দু,পায়ে ঠেলি
আঁধারে ডাকা ছিলো যত মনের আসা ভালোবাসা
পূরণ করে গড়বো নতুন জীবন হলো এই প্রত্যাশা


এক দিন যাব চলে পৃথিবীর কাছ থেকে দুরে
ফিরবো না কখনও চেনা নামে চেনা সুরে সুরে


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০৪/০৭/২০২১ সকাল ১১ ঘটিকা ৪০ মিনিট