আমাদের গ্রাম ০১
জামাল উদ্দিন জীবন


সবুজে ঘেরা মোদের সুন্দর গ্রাম
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় প্রাণ
সকলে একসাথে থাকি মিলে মিশে
বিপদে আপদে একে অণ্যের পাশে।


ছায়া ঢাকা মায়া ঘেরা গ্রাম খানি
মমতার পরশ হেথা মায়ের মত জানি
পাখি ডাকে কানন সনে ভোমরা আকুল
শত দলে গুঞ্জনে ফুটে কত শত ফুল।


দুঃখ ব্যথা ভুলিয়ে দেয় মধুর সুঘ্রাণ
আপন করিতে হও সকলে আগুয়ান
আঁখিতে স্বপ্ন বিভোর থাকি সারাক্ষণ
সত্যি হয়ে উঠবে স্বপ্ন এই করুনু পণ।


সবুজ শ্যামলের সাথে করি মাখামাখি
বেঁচে থাকার প্রত্যাশা রোজ আমি দেখি
রাখাল বাজায় বাঁশি বসে বটের ছায়ায়
ক্লান্ত শরীর মন শান্ত হয় সুরের মায়ায়।