কবিতা: আমাদের গ্রাম ০২
জামাল উদ্দিন জীবন


সোনালী ফসল থাকে এখানে বারো মাস
কৃষক ভাই নব আনন্দে করে জমি চাষ
আমার গ্রাম খানি  স্বপ্ন ঘেরা ছবির মতন
ভালোবেসে সকলে করি যতন এই হলো পণ।


পাখি ডাকে প্রভাতে এখানে করে শব্দ কিচির মিচির
গাছি ভাই দিয়ে যায় রস রেঁধে খাই পিঠা আর খির
শিশুগন পাঠাতে দেয় মন কাজেতে করে গমন
বৈকালে বসে আসর পুঁথি পড়ার সবাই অবসর।


নিশিতে শুনি পালা গান করে মধুর আয়োজন
ভরে যায় মধুর সুরে আনন্দে মন আর প্রাণ
চাঁদনী রাতে চাঁদের সাথে হয় মধুর আলাপন
তারার সাথে বন্ধন হয় এখন সকলি নির্জন।


সোনালী ফসল মাঠে হাসে হাসে কৃষকের মুখ
এখানে থাকে  চিরদিন অবারিত সুখ আর সুখ
দুঃখ কভু না আসুক ফিরে আমাদের গ্রামে
সকলে আমরা এই কামনা করি মনে প্রাণে।