আমার একটাই তুমি
জামাল উদ্দিন জীবন


আমার একটাই তুমি ধরাতে
দিবো না কভু হারাতে
দুই নয়নের আলো
শুধু বাসবো ভালো।
মনের মাঝে আঁকা ছবি
দিবা নিশি শুধু ভাবি
করো না কভু পর
ভিটা মাটি বসত বাড়ি ঘর।
কান পেতে শুনি মধুর বাণী
একজন তার পরাণে জানি
হৃদয়ের মাঝে প্রিয়া করে বসবাস
প্রেমে পাগল বন্ধু বারো মাস।
হাতে হাত রেখে পথ চলা সারাজীবন
একটাই তুমি আপনার প্রিয়জন
দু,নয়ন মাঝে স্বপ্ন দেখে যাই
তুমি ছড়া জগতে কেহ নাই।
সাজাই স্বপ্নের বাসর ঘর
রাখবো ধরে অন্তরের ভেতর
বিশ্বাসের ঘরে আস্হার প্রতীক
নিশ্বাসের গৃহের প্রাণ ভোমরা।
হৃদয়ে করে সর্বদা বিচরণ
আমি করে নেই চির আপন
মনের মনিকোঠায় করে নেয় আসন
আমার সারা দিনমান সন্ধ্যায়।
গোধুলি পড়ন্ত বেলার রক্তিম আভা
যত্নে আমি সর্বাঙ্গ সাজাই
হিয়ার মাঝে একটাই রঙে রঙ্গীন
সমস্ত পৃথিবী আমার স্বপ্নের জগত।
সর্বদা পাগলের মত খুঁজে ফিরি
রয়েছে আমার মনের মন্দিরে
আজ মনে জেগেছে প্রেম পিপাসা
জানি না মিটবে কি আশা।
স্পর্শ চাই রোজ শুপ্রভাতে
সারাটাদিন কেটে যাবে সাথে
হতাশার মাঝে শান্তনার স্বর্গালয়
কষ্টের নোনা জলে সুখের পরশ।
না পাওয়ার মাঝে পাওয়ার মহানন্দ
হৃদয়ের কান্নায় নীরব হাহাকারে
বুকের মাঝে শেষ ক্ষণিকালয়
গ্রীষ্মের খরায় ঝমঝম বর্ষার বৃষ্টি।
চাতকের মত উড়ে বেড়াই আকাশে
আজ প্রেমো সুধা পান করতে চাই
শরতের মেঘমুক্ত দিনে পাশে আছ
হেমন্তের নতুন ধানের মৌ মৌ গন্ধটা।
গায়ে মেখে সান্নিধ্য অন্তর মাঝে
পৌষের কনকনে শীতে উষ্ণ পরশ হাতে
বসন্তের প্রেমের গীত বন্ধুর সনে গেয়ে যাই
বেঁধেছি তোমায় হিয়ার মাঝে পরাণে রেখে।
পরাণ একটাই তুমি প্রিয়জন ধরনীতে
সকলে পেতে চায় থেকো আপনাতে
না পেলে জীবনের কি মূল্য মেলে?
তুমি ছাড়া একা বসুধায় বাঁচিতে না চাই।