আমার জীবন চলার শেষ প্রান্তে
জামাল উদ্দিন জীবন


আমার জীবন চলার শেষ প্রান্তে
দাঁড়িয়ে আছি একাকী নীরবে
মেলেনা হিসাবের খাতা দেখি
আসা যাওয়ার মাঝে সবি ফাঁকি।


ঠকাতে যেয়ে তারে নিজে ঠকেছি
ফুলকে ভুল ভেবে ফেলে দিয়েছি
অমূল্য ধন সে জীবনে পরে বুঝেছি
একি করেছি হারিয়ে শেষে খুঁজেছি।


ছোট ভুল করে জীবন জুড়ে চির তরে
দিয়ে মাশুল দুচোখের জ্বলে ভেসেছি
আসা রই মুকুল ফুটবে কবেগো আবার
আঁধার কেটে ফুটবে বল আলোর দিশা।


আশা হত এই মন বারে বারে চেয়ে থাকে
ফিরে পেতে চাই জীিবনে হারানো প্রিয়াকে
আবিরে রাঙ্গিয়ে দিব অঅজ জীবনের চারিপাশ
ফিরে পেলে এক বার সুন্দর এই ভুবন মাঝে।