আমার মনের মাঝে অচিন পাখি
জামাল উদ্দিন জীবন


আমার মনের মাঝে অচিন পাখি
তার নাম ধরে করে ডাকা ডাকি ২য়
আপন করে ধরতে গেলে সে বলে
শুদ্ধ করিও পাপীতঙ্গ বসে নিরলে ২য়


মানুষ আসিয়া এই ভবের মাজারে
রঙ্গ রসে মজে আছ রঙের বাজারে ২য়
কার আশাতে রইলে পড়ে মায়া ঘোরে
দেখ আয়ু বেলা ফুরাইল জগত সংসারে ২য়


সাধন ভোজন জানি না সৎ পথেও চলি না
সুন্দর ভুবনে তোমারে চিনি না আপন জন ২য়
নিজ গুনে দিয়ে দর্শন রইল অধমের নিবেদন
স্বার্থক হবে মানব জনম তোমার চরণ ধূলাতে ২য়

আমার দিন যে গেল সন্ধ্যা হলো অচিন পুরে
কোথায় গেলে পাব সখি প্রাণের প্রিয় পাখিরে ২য়
জীবন বলে পাইতে চাইলে দেখা জ্ঞান মজোরে
সারাদিন মান জনম ভরে খুঁজলাম এ হৃদয় জুড়ে ২য়
রচনাকাল : ১৩/১১/২০২২