আমার অন্তর আত্ম ছাই হইয়াছে
জামাল উদ্দিন জীবন
  
আমার অন্তর আত্ম ছাই হইয়াছে
ও বন্ধুয়ারে তোর প্রেমেরই কারণে ২য়
আমায় ভুলে আছো স্বর্গ বাসে রে
পড়ে না স্মৃতি এক বার তোর মনে ২য়


যৌবনে একালা পেয়ে শিখাইয়া পিরিতি
জানতাম না তোর ছলা কলা ঘটাবে দুর্গতি ২য়
সরল মনে দাগা দিলি মন দিলি না এক রত্তি
দুখের সাগরে ভাসাইলি হয় নারে সহানুভূতি ২য়


থাক বন্ধু মহা সুখে সাথী রে নিয়ে ভুবনে
আমি না হয় কেঁদে যাব ব্যথা ভরা জীবনে ২য়
মনেরে বুঝাই যত বুঝে না সে আপন মনে
কিবা যাদু বন্ধুর প্রেমেতে যেতে চায় সনে ২য়


দিনের পরে রাত্রি আসে আলোর পরে আঁধার
সুখের পরে দুঃখ আসে জীবনে সুখ হয়না সবার ২য়
ভাগ্যের লিখন যায়না খণ্ডন ভাগ্যলিপির বন্ধনে
কবি জীবন বলে জনম দুঃখী মরি সুখের সন্ধানে ২য়
রচনা কাল: ০৭/০৯/২০২২