আমি দেখিনি তোমায়
জামাল উদ্দিন জীবন


আমি দেখিনি তোমায় নয়নের মাঝে
তোমার অনেক গল্প শুনি সকাল সাঁজে
অন্যায়ে ছিলে নির্ভীক করনি মাথা নত
দুরন্ত গতি নিয়ে চলেছো বিদ্যুতের মতো।
বাংলার আকাশ বাতাস বৃক্ষ লতাগুলি
তোমার বিরহে নীল বসন পরেছে গায়
ত্রিভুবনে তোমার বজ্রকন্ঠ শোনা কি যায়?
আমার ন্যায্য অধিকার কেড়ে নিবে কে কে?
সোনার বাংলায় যেন রাক্ষস পুরি নেমে এলো
রক্ত গঙ্গা বয় বুকের তাজা রক্তে ভেজা রাজপথ
ওরা আমার অধিকার কেড়ে নিতে চায় কেন দিব?
নির্যাতিত নিপীড়িত মানুষের কান্ডারি রুপে তুমি এলে।
একটি সূর্য নক্ষত্র গ্রহ তারা ধূমকেতু হয়ে বাংলায়
মাঝি জেলে কৃষক তাতী কুমার শ্রমিক ছাত্র শিক্ষক কর্মচারি
সকলে তোমায় পেয়ে পেলো এবার সঠিক পথের ঠিকানা
গন্তব্যে যাবার নেই ভয় প্রাণের মায়া তুচ্ছ করে আগুয়ান।
নদী বৃক্ষরাজি পত্রযুগল পাখিরগানে সবুজশ্যামল অরণ্যের মাঝে
বাংলারজমিনে পুষ্পউদ্যানে কোকিলের কুহু কুহু তানে শোনা যায়
তোমার কীর্তির কথা স্বমহিমায় বিরাজমান আঁখিতে দেখা
আমি মন্ত্রমুগ্ধের মত কানপেতে শুনি তোমার সে মহান বাণী।
স্বপ্ন মাঝে দোলাদিয়ে যায় তোমার প্রতিচ্ছবি খানি
জাগরনে তোমার আদর্শ আশীর্বাদ দেয় ওগো হাতছানি
তোমার কর্মে শিক্ষায় বীরত্বকাব্যে চিরদিন বাঙালীর মনে গাঁথা
বাঙালীর প্রাণপুরুষ বিশ্বের মহান নেতা তুমি জাতির পিতা।