আসিলে সবার যাইতে হবে
জামাল উদ্দিন জীবন


ভবে আসিলে সবার যাইতে হবে
জগতে থাকার নাই কোন উপায়  
ওরে দিন রজনী চলছে মাল গাড়ি
সময় ফুরাইলে যাবে মাওলার বাড়ি।


এই না সাধার বালা খানা কি চমৎকার
রঙ্গমহলে  চলছে সবই রঙে রই বাহার
আসা যাওয়ার মাঝে সবি তার কারবার
অন্ধ ঘরে দেখি সাথী কেউ নেই আমার।


বন্ধ হলে দমের মেশিন থাকবে সবে ভুলিয়া
কিসের এত বাহা দুরি আমার আমার করিয়া
মায়া জালে প্রেম বন্ধে ছিলাম সবাই মজিয়া
জীবনে কয় আঁখিতে দেখি বেলা গেছে ডুবিয়া।
রচনা কাল : ১৮।০১।২০২