আজী এ-প্রভাতে ০২
    জামাল উদ্দিন জীবন


ওগো সাথী মোর প্রিয়জন শুধু আমারী
আমারে তোমার হৃদয় মন সকল দাও
করে নিও তোমার চির আপন আমায়
তোমায় চেয়েছি তোমায় পেয়েছি আমি।


আমার সাথে বাকি জীবনের সঙ্গী করে
আর কোন চাওয়া পাওয়া নেই ভুবন মাঝে
তুমি আমি দুজনে মিলে সাজাব স্বপ্ন বাসর
মোদের বাকি জীবন চলার পথ সুখেরই ভুবন।


শত ব্যথা দুঃখের কথা বেদনা জ্বালা আর যন্ত্রনা
সকলে হাসি মুখে সইবো তুমি থাকিলে মোর পাশে
জীবন চলার পথে যতই আসুক বাধা বিপত্তি ঝড়
চলার পথটি অমানিশা অন্ধকার দুর্গম  হয় নয়।


তোমারী পানে মোর হেন অনুরোধ টুক রাখো
কখনও কোনদিন অবিশ্বাস করোনা আমায়
তোমারই দেওয়া শত আঘাত আর অপমান
আমি সয়ে নিব নীরবে নির্জনে মনে।


তোমারই মুখের অবিশ্বাসের হেন বাণী কভু
আমার পরাণে সহেনা সইতে পারবোনা
তোমায় অনেক আপন জেনে বিশ্বাস করে
আমার এ ছোট্ট মন তোমায় করিলাম অর্পণ।


তার অব মূল্যায়ন তুমি জীবনে করোনা কখনও
আমার মনের ভালোবাসা আর হৃদয়ের বিশ্বাস
তোমায় আমায় মিলিত করেছে হিয়ার মাঝে
থাকবো মোরা যুগল বন্দী সুন্দর ভুবনে।