বাবা তুমি কোথায় আছ
- জামাল উদ্দিন জীবন


বাবা তুমি কোথায় আছ আছো গো কেমন
তোমায় দেখতে কাঁদে সর্বদা এ দুটি নয়ন
তুমি হীনা আঁধারে ঘেরা সুন্দর এই ভুবন
কাছে পেতে দিবা নিশি করি কত আয়োজন।


আঁধার ঘেরা জীবনে জ্বলে নাগো প্রদীপ শিখা
ফাঁকি দিয়ে চলে গেলে বাবা গো আমারে একা
ডাকো না গো আদর যত্ন স্নেহ মায়া ভালোবাসায়
নেয় না কোলে কেহ আপন করে পরম মমতায়।


তুমি ছাড়া কোন কাজে আমার লাগে নারে সুখ
মনে হলে তোমার কথা দুখে ভেসে যায় রে বুক
আমায় ছেড়ে কবর দেশে থাক সে অনেক দুরে
তোমার মত নেই প্রিয় জন একা রাখলে চির তরে।


কাঁদবো না তোমার জন্য তুমি হয়েছো পাষাণ
আমার কাছে আসতে বলো কে করেছে বাড়ন
মিথ্যে পাবার মায়া জালে বুকে অগ্নি দ্বিগুণ জলে
দেখবে আঁখি মিলে জীবন ঘুমায় তোমার কোলে।  
রচনা কাল : ১৫।০১।২০২২