অনেক বদলে গেছো এটাই তো স্বাভাবিক হবার ছিলো
ঘর সংসার করোনি হুম আমার রাজ্য আমি মহা রাজা
একবার যাবে কোথায় শ্যামলী নদীর ধারে বটের ছায়ায়
ও পথে যেতে বারণ কি কারণ সবই তোমার জানা এখন।


আমার পানে ভুল করে ফিরে এসে কি লাভ হবে বলো
ছেড়ে গেলে সুখের আসে ফিরলে আঁখি করে ছল ছল
মন হতে তোমায় চেয়েছি আমি বিনিময়ে ব্যথা দিলে তুমি
মনে জমা স্মৃতিগুলো স্বযতনে তুলে নিয়ে আছি বেশ ভালো।  


ভুল করে ফিরে এসে কি লাভ হবে বলো
ছেড়ে সুখের আসে ফিরলে আঁখি ছল ছল
তোমায় চেয়েছি আমি বিনিময়ে ব্যথা দিলে
মনের স্মৃতিগুলো তুলে নিয়ে আছি বেশ ভালো।


এমন হবার কথা ছিল না কেন হলো তুমি বলো
ভালোবাসার বিনিময়ে শুধু অপবাদ জমা হলো  
মরীচিকার পিছে ছুটে আঁধারে হারাই সারা বেলা
আপন হাতে করে গেলে নিদারুণ এ কেমন খেলা।


আলোর দিশা পাইনি জীবন জুড়ে আঁধারেই বসবাস
মিথ্যে অভিনয়ে হারিয়ে সব কুল করি আমি হায় হুতাশ
সুখের পাখি উড়ে গেছে অজানায় নেই জানা তার ঠিকানা
হৃদয় মাঝে ছিলো স্বপ্ন ঘেরা মধুর বাসর গড়ার কত বাসনা।
রচনা কাল : ২৩।১২।২০২১