বালুর চরে
জামাল উদ্দিন জীবন


জীবনের ঘর বসতি শূন্য
পরে আছে বালুর চরে
মহা সুখে হাসো ধরণীর
বুকে প্রিয় সাথীকে নিয়ে।


সময় বয়ে যায় থেমে থাকার
নেই উপায় ধরায় চির তরে
আঁখির পলকে হিয়ার মাঝে
সর্বদা তোমায় শুধু খোঁজে।


এ বিশ্ব জগতে সহস্রবার আগমন
ঘটিলে চাইব তোমাকে সর্বাজ্ঞে
তুমি পেরেছ ভুলে থাকতে ওগো
আমি পারিনি আজও ভুলতে।


শত আয়োজন তোমার আঙিনায়
আমার পাশ দিয়ে সকল বয়ে যায়
মনে কি পরে দিনটির কথা সাথী
মৃত্যুতে পতিত হলে জবে অতল জ্বলে।


ঘন বরষার কাদা মাখা শাড়ির আঁচল
ভিজে হয়ে ছিলে পুতুল ছানা যে ভয়ে
মায়ের বকুনি বাবার শাসন ভেবে চোখে
জ্বল নিয়ে কান্না মাখা মুখে দাঁড়িয়ে ঘরে।


মিথ্যে বলেছিলে সেদিন পড়েছিলে কুয়াতে
হায় মরি মরি কি যে করলি বাঁচা দোয়াতে
মায়ের কুলে ফিরিয়ে দিলি বুকের মানিক ধন
রাখিস মাগো বাঁচাতে দিয়ে হৃদয় সিংহাসন।


দু গালে মা আদর মাখা স্নেহ ভরা হতে পরশ বুলায়
খোদা করি ফরিয়াদ তুমি দুজনারে রেখো এক সাথে
সারা জীবনের তারে দিলাম তোর করে ভবে বুকের ধন
চার হাত এক করে থাকবি দুজন তোরা ধরায় জনম জনম