বিবেক অন্ধ
জামাল উদ্দিন জীবন


নয়তো তোমাদের সমাজে নামি দামী
হয়েছি ক্ষুদ্র অতি নগণ্য জগতে আমি
সাধারণ বলেই তোমাদের এত অংহাকার
অসাধারণ কয় জনা কে রাখে কার খবর।


দু দিনের অতিথি ধরার মাঝে ভুলে গেছো
চিরস্থায়ী নয়কো থাকবে চির দিন এ পথে
অবলোকন হয় না আঁখিতে চলে গেছে অনেকে
অন্যায় অত্যাচার করছো দিবা রাত্রি ভেবেছো কি?


তুমিও সকলের ন্যায় ক্ষণ কালের হয়ে আছ যাত্রী
অট্টহাসিতে মাত বলে লোকটা পাগল নাকি হবে
নিজের চর কায় তেল দাও তোমার নীতি কথা রাখ
এতই যখন বেশি বুঝ তোমার বুঝ নিয়ে না হয় থাক।


সত্য বলা সৎ পথে চলা বই পুস্তক সবর্দ শোভা পায়
এত সব নিয়ম নীতি মেনে কি বলো জীবনে চলা যায়
কোন পথে আসলো টাকা গড়েছ পাপের মহা সাম্রাজ্য
দালান কোঠা নারী দামি গাড়ি চাকর বাকর রয় ভুড়ী ভুড়ী।


কিছুই তোমার সাথে যাবে না মাটির বিছানায় থাকবে পরি
এমন দেশে থাকবেরে মন যে ঘরের নাই সাথী এমন দেশে
থাকবেরে মন যে ঘরের নাই বাতি অন্ধকারে ঘেরা চারি দিক
হালাল হারামের ধার ধারে না ভোগ বিলাসে হয়ে থাক মত্ত।


সাদা কাফন পড়তে হবে মানুষ কথাটি হলো ভাই চির সত্য
আপন আপন করিয়া খেটে মরলাম দুনিয়ায় কিসের আসায়
কেউ না তোমার সঙ্গে যাবে কেউ না তোমার সাথে রইবে
চার বিহারার পালকি চরে যেতে হবে মাটির ঘরে ছেড়ে দুনিয়া।


কখন যানি ডাক আসিবে তোমার কখন জানি ডাক আসিবে
মানুষ কথা কেউতো যানে না চিন্তা কেউতো করে নারে
মিছে মায়ার বালা খানায় পরে আছো কিসের টানে মানুষ
কে পাঠা লো তোমারে খবর লই ছেনি সে থাকে কোন খানে।


বিবেক বুদ্ধি মরে গেছে  ন্যায় নীতির ঘরে পড়েছে শিকল
নরাধম নীরবোথ হয়ে থাকবি নাকি তুই বল ওরে চির কাল
চুলেতে পাক ধরেছে গায়ের জোর কমে গেছে নেই রং বাহার
চামড়ার মাঝে ভাজ পুড়েছে দুচোখে দেখি শুধুই অন্ধকার।


সাধন ভোজন নাই পারের কামাই করেছি নীরবে হাতে শূন্য
দয়াল গো আমায় নাও তুলে তোমার নায়ে নয়তো আমি ভিন্ন
পাপাচারে জর্জরিত যাইনি পূর্নের ধার পার ওগো প্রাণের দয়াল
জীবন বলে অধমের ফিরাইয়ো না তোমাতে মিশে হবো অনন্য।