বিজয় মানে মুক্তি
জামাল উদ্দিন জীবন


বিজয় মানে দু আঁখিতে স্বপ্ন দোলা মনের কথা বলা
নতুন সূর্য দয়ের দিন বদলের পথে চলা মুক্তির কথা
বিজয় মানে মায়ের হাসি বোনের খুশির আলপনা আঁকা
বাংলায় স্বাধীন কথা বলা প্রাণে লাগে দোলা হৃদয়ে শিহরণ।


বিজয় মানে স্বাধীনতার বীজ বোনা সকলের জন্য সত্য বলা
বজ্র কণ্ঠে আওয়াজ তোলা স্বাধীনতার মুক্তির ঘোষণা দেওয়া
বিজয় মানে বীর সন্তানদের জন্ম বাংলা মায়ের অহংকার করা
স্বাধীন নামে উত্তাল তটিনীর ঝঙ্কার প্রবাহমান প্রতিধ্বনি শুনা।


হৃদয় মনে উত্তাল ঢেউ প্রবাহিত হয় সর্বক্ষণ যখন  তখন আমার
বিজয় মানে পরাধীন তরণীর হাল ধরা মুঠ করে শক্ত হাতে লক্ষে যাওয়া
উত্তাল তরঙ্গে স্বাধীনতার ভীত গড়া সাহসে সামনে এগিয়ে চলা দল বেধে
বিজয় মানে স্বাধীনতার দিন গোনা বুক বেধে থাকা আশায় স্বপ্ন পাওয়া।


বজ্র কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেওয়া নির্ভয় মুক্তির পথে চলা…..
রক্তিম আভা বিজয় মানে স্বাধীন বাংলার স্বপ্ন আঁকা নতুনের উল্লাসে
মেতে উঠার অপেক্ষা জন্ম ভূমি মুক্তির প্রত্যয়ে প্রস্তুত থাকা বিজয় মানে
দীপ্ত পায়ে সম্মুখে হাঁটা স্বাধীনতার ঝাণ্ডা হাতে বুলেট বুকে পাতা।

বিজয় মানে স্বাধীনতার চেতনা বজ্র কণ্ঠে স্বাধীনতার ঘোষণা নব বধূর
রঙিন স্বপ্ন ভাঙা বোনের কান্না বোনের সম্ভ্রম হারাতে প্রস্তুত হয়ে থাকা
ভাইয়ের নির্ভয় বুকের রক্ত ঢালা পিতার স্বপ্ন অনলে পোড়ানো জ্বালা বিজয়
মানে নতুন স্বপ্নের আরাধনা বজ্র কণ্ঠে স্বাধীনতার ঘোষণা স্বাধীন বাংলার।


নাম লেখা বুকের মাঝেতে মার লালিত স্বপ্ন ভেঙে নতুন স্বপ্ন দেখা প্রতিবাদের
ঝড় তুলে বলা বাংলাদেশ স্বাধীনতা আমার,ভাঙব পাক ছলাকলা বিজয় মানে
প্রাণে আঁকা দেশের আল্পনা বজ্র কণ্ঠে স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের
মানচিত্র বুকে পতাকা উপরে তোলা একি সাথে বলা মুখরিত শ্লোগান।


আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।।জন্ম নিয়েছি মাগো
তোমার কুলেতে এই বাংলায় ধরাতে আশি যাবো না ভুলিয়া তোমায়
মাগো সহস্র বার করিলে জন্ম গ্রহণ অন্য কোথাও নয় এখানেই ফিরে আসি।