বহু দিন পরে তোমার আগমন ০১
জামাল উদ্দিন জীবন


বহু দিন পরে তোমার আগমন
আমার বাড়ির আঙিনার পরে
কি মনে করে ফিরলে এ পথে
ভুল করে নাকি মনে হতে আসা।


জানতে চাইলে কেমন আছি নাকি
সকল স্মৃতির কথাকে ভুলেই গেছি
জানি তোমার কাছে এ সকল প্রশ্ন
করা এখন অবান্তর বই কি তবু করছি।


উত্তর পাব সেটা আসা করিনি বললে কেন?
জানাটা কি খুব বেশি প্রয়োজন ঠিক তা না
অবুঝ মনে বার বার প্রশ্নটা উঁকি ঝুঁকি দিচ্ছে
বলেই জানতে চাওয়া বাকিটা তোমার ইচ্ছে।


কেমন আছি সেট নয় বরং আমি বেচে আছি
সুন্দর ধরায় সকলে চির দিন অবস্থান করবে
কে হারাতে চায় হুম তাইতো আমায় মনে পরে
কেন বলতো তার কি যৌক্তিক কারণ বৃদ্ধ মান।


একটা সময় আমাকে গভীর ভাবে ভালোবাসতে
সেটা অতীতের বাক্যালাপ বর্তমানে অস্তিত্ব হীন
পিছু দিনের স্মৃতি চারণ করে লাভ কি বরং ক্ষতি
এটা ভালো নয় কি সব ভুলে সামনে এগিয়ে যাওয়া।