নীল কমলিনী ০২
জামাল উদ্দিন জীবন


কাশবনে নৌকা চড়ে দূরে যাব হারিয়ে
চন্দ্রকিরণ সোনা অঙ্গে ধায় সুদুর পানে
যুগল বন্দি দুজনে ঢেউয়ের তালে তালে
প্রেম নদীর অববাহিকায় দুজন দুজনার।


সখি অবাক নয়নে বদন পানে দেখি
বাকরুদ্ধ মধুর আলাপনে সখা মুগ্ধ থাকি
প্রেমেরি আবেশে মনেরি হরষে মাখামাখি
স্রোতের ধারা যমুনার তীরে বয়ে বেড়ায়।


প্রেম তরি এসে বুঝি ভিড়লো কিনারায়
পাখিদের কূজনে নিশি প্রভাত বেলায়
ফিরে যাই গৃহে কলঙ্কের দাগ দুজনায়
স্বপ্ন বাসর ছেড়ে ফিরে যেতে হবে।


কভু ভাবিনি একাকী ধরনীর বুকে
যত্নে রাখিও কুল মান আজ সমতটে  
কমলিনী অভাগী চাই তোমার হতে
সাথী করে রেখো শুধু জীবনের সাথে।