করোনা করেনা করুনা
জামাল উদ্দিন জীবন


করোনা করেনা কোন করুনা
চিন হতে উৎপত্তি সারা বিশ্বে
ধ্বংস করে মানব সমাজকে
আপন হাতে নিষ্ঠুর নিদারুণ ভাবে।


মানব সভ্যতা আজ পতিত হুমকির মুখে
বিপন্ন করতে অভিশাপ হয়ে জগতে হয়
আগমন তোমার নেই জানা সেই কারণ
মানুষ হয়ে করলি অমানুষের আচরণ।


কে বলে মানুষ তোমায় পশুর চেয়ে অধম
প্রভু সৃষ্টির সেরা করে পাঠালেন এই ধরায়
বলো তুমি এমন কিছু কর্ম করেছো কভু
আজ পাপাচার অত্যাচারে ভরেছে ভুবন।


সৎ পথে চলা নেই সত্য বলা নেই কেমন জীবন?
নেই ন্যায় বিচার মিথ্যার জয় জয় কর সবখানে
দুনিয়ার মাঝে অসীম ক্ষমতা তোমার দিয়েছে
রাব্বানা ভুলেও কি আজ  তাকে মনে পড়ে না।


ভেবে দেখে একদিন সব হবে শেষ জগত মাঝে
পুলকে ভুলকে নয়নে দেখো সকলি ঘেরা আধারে
বলো দেখি আজ কে বাঁচাবে কঠিন বিপদের তরে?
অপরাধী আমি সকলি জান তুমি করুনা কর মোরে।


করুনার সিন্ধু করুণা চাই এক বিন্দু বান্দায় ত্রিভুবনে
তোমার কাঠগড়ায় দাড়ায় আসামী জগতের স্বামী
অপরাধী আমার বিচার তোমার নিজ হাতে করিও
হয়েছে পতন দেখালে তোমার ক্ষমতা জগতের মাঝে।


মহিয়ান ত্রিভুবনে পরাক্রমশীল ঘোষণা কোরআনে
করো ক্ষমা তোমার পাপী বান্দাদের হে রহিম রহমান
প্রভু মোদের অপরাধ পাহাড় সমান দাও করুনার দান
ধরায় তোমার কাছে করুনা চাই গুনাগার এই বান্দায়।


দিয়ো মোরে শান্তি সাহস বিচার দিনে ফরিয়াদ শুনায়
কঠিন হাশরের মাঠে উঠবে সবে তোমার হুকুমে প্রমান
নবসি নবসি বলবে সবে ইয়া হাবলি উম্মাতি বলে কাদবে
দিনের নবী মোস্তাফায় শেষ বিচারে তরাইবে উম্মতেরে।