কাটে দিন বেদনায়
জামাল উদ্দিন জীব


প্রেমেরই উদ্যানে বালুকা বেলায় কাটে দিন বেদনায়
এ ব্যথা আপন জন ছাড়া অন্য কেহ কভু বুঝিবে না
কাটবে আঁধার  জ্বলবে না আর সুখের  প্রদীপ বাতি
স্বপ্ন দেখার দুটি চোখে অমাবস্যার আাঁধার দেখি।


কি কারণে করে গেলে তুমি আমায় শূন্য একাকী
ভালোবেসে ভুল করে হলেও আমায় তুমি কর ধন্য
ফুল ফুটে ঝরে যায় মানুষ চিরদিন বদ্‌লায় এইতো
রীতি, তোমার সনে হয়েছিল সখি মোর সু পিরিতি।


অচিন পথের দুঃখী পাখি পাইনি কভু সুখের ছোঁয়া
যায় হারিয়ে সকল তার বনে তো ফুটলো না কেয়া
বাজে না প্রেমের মুরলী হও না এখন তুমি আকাল
হারিয়ে গেছে আশার আলো মোর জীবনের সব কুল।