কলঙ্কিনী সতী ০২
জামাল উদ্দিন জীবন


আমিতো তোমার কেউ নই কেন বারে বারে আস?
ফিরে শূন্য হৃদয় মন তোমায় বল দিব কেমন করে?
কেটেছে প্রহর নিশি জাগা ভোর করুণ আর্তনাদে
মোর বুকের যন্ত্রণায় কয়লা বর্ণে অঙ্গার হৃদয় মন।


বক্ষ পৃষ্ঠ আঁখি জলে হয়েছে সাগর শ্যাওলাতে ভাসি
প্রিয়তম মনে পড়ে সে কথা কেমন করে ফিরে আসি,
কেমন করে গড়বো তোমায় নিয়ে জগতে ঘর বসতি
নই আমি তোমার প্রেমে কলঙ্কিনী সর্বদা সতী।


তুমি আছ সবুজে ঘেরা মোদের প্রেমের উদ্যান খানি
আকাশে চাঁদ উঠে তার কলঙ্ক আছে সকলে জানি
কলঙ্কিত চাঁদকে সকলে কাছে পেতে হয়েছে আকুল
কথা দাও সাথী হয়ে পাশে রবে প্রেমেতে হয়ে মশগুল।


তোমার তরে আসবো ফিরে জগত মাঝে বারে বার
কেউ নেই তোমার মতো সাথী জগতে  বন্ধু আমার
তোমার প্রেমেতে মরমে মরেছি যাবো না কভু দুরে
দুজন হয়ে দুজনার প্রেমের গীত গাইবো সুরে সুরে।