গীতি কবিতা ৫৩ আসিলেন দিনের নবী সাজাতে পৃথিবী
জামাল উদ্দিন জীবন


আসিলেন দিনের নবী সাজাতে পৃথিবী
দেখি তাওহীদের নিশান হাতে নিয়া ওরে
পাঠাল আল্লায় রহমত রূপে সৃষ্টি করিয়া


অন্যায় অত্যাচার ছিলো যত পাপাচার
অন্ধকারে জগত বাসি তখন ছিলো ডুবিয়া
এক আল্লার জিকির করো জগত জুড়িয়া


গাই নামের গুন গান তুমি হও চির মহান
লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলউল্লাহ
ধরায় দোস্ত বলেরে মাবুদ উঠলেন ডাকিয়া


আলোকিত হইলো ভুবন ঘুচিল অন্ধকার
ইসলামের বাণী মুখেতে শুনি কান পাতিয়া
আল কোরআনের বাণী সবাই লইলো শিখিয়া


জীবনে কয় জগত প্রতি করি এই মিনতি
বলো আমার হবে কি অগতির তুমি গতি
দাও জ্ঞান সুমতি নবীর প্রেমে রবো ডুবিয়া


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০৭.০৮.২০২১