গীতি কবিতা ০৪ জীবন খাতায়
জামাল উদ্দিন জীবন


জীবন খাতায় হৃদয়ের পাতায়
সমীকরণ কখনও যে এক হয় না
সারাটি জনম হিসাব করে করে
গড় মিল দেখি যোগফল মিলে না


জীবনের মূলধন সব হয়েছে খরচ
দেনা পাওনা এখনো রয়েছে বাঁকি ২য়
নিরাশারা চারিপাশে ঘুরে ফিরে
দুঃখ যন্ত্রণা পাহাড় হয়ে দেয় উঁকি ২য়


শূন্য হাতে পৃথিবী হতে নিয়েছি বিদায়
বৃথাই মানব জন্ম লোকে ডেকে কয় ২য়
আসা আর যাওয়ার মাঝে হয় পরিচয়
পরি নয় নাই বা পেল স্মৃতির স্মরণ শিখায় ২য়


গীতিকার ও সুর কা : জামাল উদ্দিন জীবন
রচনা কাল ২০.১০.২০২০ রাত ১২টা ৩২মিনিট