গীতি কবিতা ০৫ ধরাতে ফুল ফুটেছে
জামাল উদ্দিন জীবন


ধরাতে ফুল ফুটেছে ঐ মোহাম্মদ রাসুল
জগত বাসি ফুলের গন্ধে হয়েছে আকুল
ফুলেতে জাদু মাখা আছে কতো মধু রাখা
ফুলের প্রেমে নিজে মাবুদ হয়েছে মশগুল


চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা
দিন রজনী গাইছে তারা গন্ধে হয়ে মাতোয়ারা
প্রেম সাগরে দেখছে ওরা এতে নাই কোন ভুল
ঐ নামেতে দুরুদ পরে সৃষ্টির সেরা মানব কুল


ফুটেছে ফুল মদিনাতে বিশ্ব জগত গন্ধে মাতে
কবি জীবন বলে মুনাজাতে দিদার চাইগো সাথে
দেখা দিয়ো দয়ার নবী দেখা দিয়ো মায়ার নবী
থাকবো কঠিন বিপদে পুলসিরাত আঁখি রাতে


রচনা কাল : ১৫.১০.২০২০ ১০.২০ মিনিট