গীতি কবিতা ১০ মাটির দেহ নরবড় করে
জামাল উদ্দিন জীবন


মাটির দেহ নর বড় করে
কোন দিন যেন ভেঙ্গে পড়ে ২য়
আমার পরাণ কাঁপে ডরে..রে
কিসের বড়াই জগতের উপরে
মানুষ কিসের বড়াই জগতের উপরে ২য়


কি রূপে ছিলা তুমি আসিলা কোথায়
কোন বা দেশে যাবে চলে বল কি উপায় ২য়
জারা জারা হিসাব হবে আনায় হবে না
ষোল আনা হিসাব হলে কিছুই রবে না ২য়


ছয় রিপুর কু মন্ত্রনায় হারাইয়া সকল মানুষ
আমার বলতে নেই কিছু সব অন্যের দখল ২য়
পার করে নাও পারের কাণ্ডার হয়ে আসামী
তুমি বিনে নাই কেহ নাই ওগো জগত স্বামী ২য়
মানুষ কিসের বড়াই জগতের উপরে ২য়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০১.১২. ২০১৯