কখন জানি আসবে চিঠি কেউ জানে না
এই চিঠির খবর কাউকে তো বলা যাবে না
মোন মহা জন যতন করে পাঠাল চিঠি
ভবে আমার আয়ু বেলা ফুরালো চেয়ে দেখি


আমায় যখন রাইখা আসবো মাটির বিছানায়
সেদিন স্বজন কেহ কান্দিস নারে প্রেমেরই মায়ায়
সবাই শেষ বিদায় জানিয়ে দিয়ো মনের মতো করে
আমি আসবো নারে কোন দিন এই মাটির ঘরে ফিরে


একে একে চল্লিশ কদম যখন সবাই হইবে পার
চাইবে না কেউ সাথে নিতে রে ফিরিয়ে এক বার
আঁধার ঘরে দিতে হবে মুনকির নকিরের প্রশ্নের উত্তর
মানুষ ভাল আমল রে থাকলে কিছু নিয়ো সঙ্গে করে  


হিসাবের খাতায় শূন্য লেখা বলো হবে কি উপায় ?
আর হবে না মিলা মিশা রে বন্ধু সুন্দর এই ধরায়
ভুল ত্রুটি সকল ক্ষমা চাই গো আমি যাবার বেলায়  
কবি জীবন বলে মহা কালের সময় বয়ে চলছে ধায়
  
গীতিকার ও সুর কার কামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৯।০৫।২০২১