এই বর্ষণে প্রিয়ার সনে হয়নি আমার দেখা
অভিমানে মনটা কাঁদে নিয়ে বিরহ ব্যথা ২য়
কদম বেলি মালতী জুঁই পুষ্প কলির সনে
হৃদয় খানা রাঙিয়ে দিব আলতো আলিঙ্গনে ২য়


মনের মন্দিরে লেখা আছে প্রিয়া তোমার নাম
অকারণে বারে বারে অভিযোগ কেন কর এমন ২য়
আমায় নিয়ো চিনে হারিয়ে গেলে অনেক দুরে
পেলেই দেখা সাথী আসবো ফিরে বারে বারে ২য়


তাজা ফুলের মালা গাঁথি সুখের বাসর সাজাই
ধরায় গড়বো সুখের বাসর দু জনায় নেই ভয় ২য়
অভিমান সংশয় নীরবে ব্যথা দুরে চলে যায়
স্বপ্ন আশা হলো পুরন ভুবনে সাথী মোরা দুজন ২য়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০৫.০৬.২০২১