জামাল উদ্দিন জীবন


সোনার দেহ পিঞ্জিরায় পুষলাম এক অচিন পাখি
নাম না জানি তারে না চিনি তবু করি ডাক ডাকি
যেতে চাইলে অনেক দূরে ছেড়ে তারে একা করে
কি জানি এক মায়ার বাঁধন কেন বলো ফিরে আসি


পাখি আমার এমন আপন ভবে করে শুধু জ্বালাতন
শোনে না মোর শাসন বাড়ন চলে তার মনের মতন
জাদু বেড়ি দিলাম পায়ে পাখি শূন্যে উড়ে গেলো ওরে
মন মজেছে তোমার প্রেমে যাসনে পাখি আমায় ছেড়ে


কতো ব্যথা রইলো বুকে কতো কথা বলে পাড়ার লোকে
প্রেম করিয়া নিষ্ঠুর পাখির সনে কি পেলিরে এই জীবনে
এই সোনার দেহ শূন্য করে পাখি ছেড়ে গেলো আপন ঘরে
জীবন ভেবে কয় পাখি না হলো আপন দূরে দূরে সরে রয়


গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল০৯/ ০৭/২০২১


ছন্দ: স্বরবৃত্ত
কণ্ঠশিল্পী: জামাল উদ্দিন জীবন, সুরকার: গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন, প্রথম সম্প্রচার: ভাব বৈঠকি গানের অনুষ্ঠানে, ছায়াছবি: এখনও হয়নি