সাধের মানব জনম বৃথাই গেলো আমার কেটে যায় বেলা
জামাল উদ্দিন জীবন


সাধের মানব জনম বৃথাই গেলো আমার কেটে যায় বেলা
আমি কি করিলাম চেতন পেয়ে জেগে দেখি হয়ে একেলা
মাঝি পার করে দাও তোমার নৌকায় এখন করিস না হেলা
পারের কাণ্ডার তুমি আমার পারি ধরলাম এসে অবেলায়


সঙ্গের সাথী দিয়েছে ফাঁকি ভুবনে মাঝে এখন আঁধার দেখি
ভুলের স্রোতে সবি গেলো ফুটবে কি মোর আলো আসা রাখি
আমার সোনার দেহে ধরেছে গুনে শেষ করলো সকল নির্জনে
মন মহন্ত কয় দিয়ান্ত পাবে কি ফিরে অন্ত তোমার এই জীবনে


আমরা হলাম মহা পাপী  মুক্তি নেই তুমি বিনে মনে আসা রাখি
পারের কাণ্ডার সঙ্গী আমার ভয় নেই পার হবো ধরে রাঙ্গা চরণে
মাবুদ তুমি হও দয়ার সিন্ধু দয়া করো মোরে এক বিন্দু শেষ ক্ষণে  
মানুষ হয়ে রইলে বেহুঁশ তুমি কিসে হও মানুষ কয় লেখক জীবনে


গীতি কার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৩.০৭.২০২১ দুপুর ১২ ঘটিকা ২০ মিনিট।