গীতি কবিতা ৩৬  এই জীবনে সুখ হইলো না
জামাল উদ্দীন জীবন


এই জীবনে সুখ হইলো না আমার দুঃখেরি মেলা
সুখ নামের সোনার পাখি দূরে থাকে ফুরায় বেলা
দুঃখে ঘেরা জগত সংসার সুখ হইলো না জীবনে
আমার বুকের মাঝে দুঃখের পাহাড় বাঁচি কেমনে


সুখের আসায় প্রেম করিলাম প্রাণ বন্ধুয়ার সনে
বিধি সুখ লেখে নাই এই জীবনে সুন্দর ভুবনে
আপন জনা সুখে থাকে বেঁধে সুখের বাসর ঘর
প্রেম বিরহে মরন বাকি এখন দুখেরি কারবার


প্রেমের নামে দিলো বেইমান ফাঁকি এই ছিলা মনে
প্রেম অনলে জ্বলে পুড়ে অঙ্গার জানে আমার প্রাণে
তোর পুড়া আগুন বাড়ে দ্বিগুণ বুকে রে  ধিকি ধিকি
জীবন বলে তোর বিরহে ঝড়ে সর্বক্ষণ অশ্রু সিক্ত আঁখি


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৩.০৭.২০২১ ৩ ঘটিকা ৫০ মিনিট