গীতি কবিতা ৩৭ মানুষ কবরেতে বিচার হবে সেদিন ছাড়া পাবে না
জামাল উদ্দিন জীবন


ছেড়ে দিয়ে এই জমিদারি হবে তুমি দিন ভিখারি
ধন সম্পদের বাহাদুরি কিছুই কাজে আসবে না
মানুষ কবরেতে বিচার হবে সেদিন ছাড়া পাবে না


করছো কতো আয়োজন থাকবে নাকি জীবন ভর
সকল ছেড়ে যেতে হবেরে তোমায় ভেবে দেখো না
মানুষ কবরেতে বিচার হবে সেদিন ছাড়া পাবে না


থাকতে সাধের রঙ্গ মহলে চলছে কতো আয়োজন
সমনে আসবে কাল সমন করবি রে মন কি তখন
থাকবে পরে অন্ধকারে মুদিবে তোর দুই নয়নরে


স্ত্রী পুত্র দ্বার সুতো হলেও মনের মতো সঙ্গে যাবে না
মিছে মায়ার বালা খানায় ভাবছো সবি তোর আপনা
ভেবে কয় লেখক জীবন ওরে লোভী মন কিছু পেলি না


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৫. ০৭.২০২১ দুপুর ২ ঘটিকা পঁচিশ মিনিট