ভোলা মন মন উচাটন
জামাল উদ্দিন জীবন


ভোলা মন মন উচাটন
মানে না সে শাসন বাড়ন ২)
আমি মিছে তারে ভাবি আপন
সদয় চলে তার ইচ্ছে মতন


মনকে বলি আয় ফিরে আয়
মন বলে তা কি কার হয়
আমি বন্দি নয়তো মানব খাঁচায়
দেহের মুক্তি সবালেই চায়


দেহ ঘরে খিল পরিবে
দমের পাখি উড়াল দিবে
মন পাখিটি ভীষণ কাঁদে
ভেবে লেখক জীবন কয়
রচনা কা : ২৫.০৭.২০২১
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন