গীতি কবিতা ৫২ আমার সুখের স্বপ্ন দুঃখে ঘেরা
জামাল উদ্দিন জীবন


আমার সুখের স্বপ্ন দুঃখে ঘেরা
অমানিশা কালো আঁধারে বন্ধু
আর কত কাল তিলে তিলে
প্রেম অনলে পুড়াইবি মোরে


বিশ্বাস করে তোমাকে দিয়েছি অবুঝ মন
এই জগতে ছিলে তুমি আমার আপন জন
হৃদয় মনে তারাদের সনে চন্দ্র কথা কয়রে
কত দিন গত হলো আমি দেখি না তোমায়


অন্তর জ্বলে বেদনায় থাকবো একা কেমনে
তুমি ছাড়া শূন্য ভুবন জানে কথা সব জনে
কলঙ্কের মালা পড়লাম গলে প্রেমেরি কারণে
মরন হলে দেখতে আইসো তোমার দুটি নয়নে


হাতে রেখে দুটি হাত বন্ধু দিয়েছিলে কথা
জীবন গেলেও কোন দিন করবে না একা
পাই না এখন তোমার দেখা সুন্দর ভুবনে
এই ছিলো ভাগ্যের লেখা কয় কবি জীবনে


গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কা : ০৫.০৮.২০২১