গীতি কবিতা ৬০ আসিয়া ভবের রঙ বাজারে
জামাল উদ্দিন জীবন


আসিয়া ভবের রঙ বাজারে
আমি পড়ে আছি মায়া ডুরে
দয়াল তোমাকে চিনি নাই গো
ওহে নিরঞ্জন ওহে নিরঞ্জন


এখন হেসে খেলে রঙ্গ রসে
দেখি আমার কেটে যায় বেলা
রঙ্গের মেলায় পড়ে আছি আমি একেলা
করে হেলা ফেলা ঘাটে অবেলা ওহে নিরঞ্জন


ফুরাইলো রঙ্গের মেলা ভেঙ্গেছে সকল খেলা
খুঁজি তাহারে কে পাঠালে আমারে এই ধরায়
কি দিয়া পুষিব তারে সাধন ভোজন নাই জানা
জীবনের বাসনা ভুলে যেয়ো না পূজা গ্রহণ করো


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন  
রচনা কাল :১৬.০৮.২০২১