আমায় কেমন করে ভুলে থাকো  
জামাল উদ্দিন জীবন


আমায় কেমন করে ভুলে থাকো
আমার বন্ধু নিঠুরিয়া বন্ধু নিঠুরিয়া
তোমার লাগি সদয় কান্দে পরাণ
মানে না মোর হিয়া বন্ধু নিঠুরিয়া


আমার দুই চোখেতে স্বপ্ন ছিলো গো
মনে ছিলো আসা বন্ধু মনে কত আসা
তোমায় নিয়ে গহীন বনে বাধবো সুখের বাসা
কেমন করে ভুলে থাকো আমার বন্ধু নিঠুরিয়া


আসতে তুমি রোজ নিশিতে বলতে কথা পাশে বসে
আমি দেখাই কারে বুকের ব্যথা গেছে দাগা দিয়া রে
ধিকি ধিকি জ্বলে অনল জল দিলে বাড়ে দ্বিগুণ গো
সইতে না পারি জ্বালা জলে রইয়া রইয়া বন্ধু নিঠুরিয়া


পাবার আসায় বসে থাকি বাজাই আমি বাঁশের বাসি রে
নির্ঘুম কাটে দুটি আঁখি রে পরাণে বন্ধু তোমার ব্যথা লইয়া
জীবনের প্রেম করে একি জ্বালা হইলো ভবে কলঙ্ক রইলো
কোন দিন জানি যাব মারা তোমারে না পাইয়া বন্ধু নিঠুরিয়া


সুর কার ও গীতি কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ২১.০৮.২০২১